যুক্তরাষ্ট্র মনে করে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ভবিষ্যতে গাজার নেতৃত্বে থাকবে না। বুধবার হোয়াইট হাউজ দাবি করেছে, ইসরায়েলের হামাস-বিরোধী যুদ্ধ শেষ হলেই গাজায় কর্তৃত্ব হারাবে সংগঠনটি।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন করবি বলেছেন, গাজার বাসিন্দাদের বের করে দিয়ে স্থায়ী সমাধানের পক্ষে নয় যুক্তরাষ্ট্র।
তবে এখনো হোয়াইট হাউজ মনে করে, সাধারণ যুদ্ধবিরতির সময় এখনো হয়নি। কিন্তু তারা মানবিক সহায়তার স্বার্থে সাময়িক যুদ্ধবিরতির পক্ষে।
কিরবি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি হামাস ভবিষ্যতে গাজার নেতৃত্বে থাকবে না। থাকতে পারবে না।’ ‘সংঘাতের ফল কী হবে, আমরা সেসব প্রশ্নের সব উত্তর জানি না। তবে আমরা আমাদের অংশীদারদের সাথে গাজার শাসন ব্যবস্থা কীভাবে চলবে সে নিয়ে কাজ করছি।’
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল