ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে লড়াইয়ে একজন ব্যাটালিয়ন কমান্ডার নিহত হয়েছেন।
এর ফলে অবরুদ্ধ ছিটমহলটিতে ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের পর থেকে নিহত সৈন্যের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে।
এ সময় আরও চার সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে গাজায় ইতোমধ্যে নিহতের সংখ্যা সাড়ে আট হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২০ হাজারের বেশি মানুষ। দুই হাজারের বেশি ফিলিস্তিনি এখনও নিখোঁজ।
বিডিপ্রতিদিন/কবিরুল