ইসরায়েল থেকে নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে বাহরাইন। একইসঙ্গে দেশটি তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করেছে। বৃহস্পতিবার বাহরাইনের পার্লামেন্ট এ ঘোষণা দিয়েছে।
বাহরাইনের পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি রাষ্ট্রদূত বাহরাইন ত্যাগ করেছেন। অন্যদিকে বাহরাইন ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। ইসরায়েলের সাথে সমস্ত অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাহরাইন সরকার।
এতে আরো জানানো হয়েছে, রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার এবং অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্তটি বাহরাইনের ‘ফিলিস্তিনের ব্যাপারে দৃঢ় ও ঐতিহাসিক অবস্থানের উপর ভিত্তি করে এবং এটি ফিলিস্তিনের জনগণের বৈধ অধিকারকে সমর্থন করে।’
২০২০ সালের সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করে দুই আরব দেশ—সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এর উদ্দেশ্য ছিল দুই আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা। সূত্র: আরব নিউজ, আনাদোলু এজেন্সি, ওয়াল স্ট্রিট নিউজ
বিডি প্রতিদিন/আজাদ