যুদ্ধের মাঝেই আবারো ইসরায়েল সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিংকেন।
যদিও আমেরিকা পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবে বারবারই ভেটো দিয়েছে, তারপরও তেল আবিবের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ব্লিঙ্কেন বলেন, তিনি ফিলিস্তিনি বেসামরিকদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য ইসরায়েলের কাছ থেকে ‘সুস্পষ্ট ব্যবস্থা’ জানতে চাইবেন।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর এর আগে একাধিকবার ইসরায়েল সফরে গেছেন ব্লিংকেন। এসব সফরে তিনি বারবারই ইসরায়েলের প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। সূত্র: আল জাজিরাবিডি প্রতিদিন/আজাদ