৪ নভেম্বর, ২০২৩ ১৭:৩৯

অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত

আল শিফা হাসপাতালের অ্যাম্বুলেন্স লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস তাদের অভিযানে এই অ্যাম্বুলেন্স ব্যবহার করছিল।

তবে কোন স্থানে অ্যাম্বুলেন্সে হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি ইসরায়েল।

অন্যদিকে, ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি বিবৃতিতে এক্সে (টুইটার) জানিয়েছে, আল শিফা হাসপাতালমুখী অ্যাম্বুলেন্স বহর লক্ষ্য করে দু'টি হামলা চালানো হয়। এর মধ্যে একটি হাসপাতাল থেকে এক কিলোমিটার দূরে, অন্য হামলাটি চালানো হয় হাসপাতালের ফটকের সামনে। রোগীদের বাড়ি পৌঁছে দিয়ে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। 

রেড ক্রিসেন্ট জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার ১৫ বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর