ফিলিস্তিনি ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেড গাজায় আটক দুই বন্দীকে মুক্তি দেবে।
গোষ্ঠীটির মুখপাত্র বলেছেন, মানবিক কারণে একজন বয়স্ক নারী এবং একটি ছোট ছেলেকে মুক্তি দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজায় ইসরায়েলি সেনারা প্রতিদিন চার ঘণ্টা যুদ্ধবিরতি পালন করবে। এরমধ্যে দুই বন্দীর মুক্তির কথা জানাল হামাস।
এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
অন্যদিকে কাতারের রাজধানী শহর দোহায় সিআইএ ও মোসাদ প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে। এই বৈঠকে জিম্মিমুক্তি এবং গাজা হামলা বন্ধের চুক্তির প্যারামিটার নিয়ে আলোচনা করা হয় ।
বিডিপ্রতিদিন/কবিরুল