ইরাকে অবস্থিত মার্কিন সেনাদের ওপর আক্রমণ বেড়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, নতুন করে ড্রোন এবং বিস্ফোরক দিয়ে যুক্তরাষ্ট্রের সেনাদের টার্গেট করা হয়েছে।
সামরিক এবং নিরাপত্তা সূত্রের খবর অনুসারে, বৃহস্পতিবার তিনটি আক্রমণ হয়েছে। এটা নিয়ে গত ৭ অক্টোবর হামাস –ইসরায়েল যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর ৪০টিরও বেশি আক্রমণ হয়েছে। এই আক্রমণে অর্ধ শতাধিক মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগন জানিয়েছে আহত সেনারা কাজে ফিরেছে।
ইরান এসব আক্রমণে নিজেদের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে বলেছে, ‘যারা আক্রমণ করছে তারা নিজেরাই এসব করছে। এসবে ইরানের হাত নেই।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে থাকা প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ইরান হামলার নির্দেশনা দেয় না। একইসঙ্গে গোষ্ঠীগুলো নিজেদের দেশে নিজেদের স্বার্থে কোনো সিদ্ধান্ত নিলে তারা বাধাও দেয় না।
বিডিপ্রতিদিন/কবিরুল