লেবাননের শক্তিশালী অস্ত্রধারী গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর নাতি আব্বাস আহমেদ হালিল শনিবার দক্ষিণ লেবাননের নেকৌরায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। সিরিয়ার রেডিও চ্যানেল ভয়েস অব দ্য ক্যাপিটালের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ওই হামলায় মোট তিনজন নিহত হয় বলেও খবরে জানানো হয়েছে।
তবে হিজবুল্লাহ কিংবা ইসরায়েল এই তথ্য এখনও নিশ্চিত করেনি। ওই প্রতিবেদনে ইসরায়েলি বাহিনীর হামলার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আইডিএফ ঘোষণা করেছিল, ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে একটি গাড়িতে তিন হিজবুল্লাহর কর্মী নিহত হয়েছে।
হিজবুল্লাহ-সংশ্লিষ্ট সংবাদপত্র আল-মানার বলেছে, দক্ষিণ লেবাননের কিলা গ্রামে বিমান হামলা এবং ইসরায়েলের সীমান্তের নিকটবর্তী আইতারুন ও বেলিদা গ্রামে আর্টিলারি হামলা হয়েছে।
অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ২০০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং প্রায় ৫০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। দুই পাশের গ্রামগুলো ছেড়ে হাজার হাজার ইসরায়েলি ও লেবানিজ পালিয়ে গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল