৫ মার্চ, ২০২৪ ১৭:৫০

পুতিনের ৬৫ মিলিয়ন ডলারের টহল জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক

 পুতিনের ৬৫ মিলিয়ন ডলারের টহল জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের

ইউক্রেনের সামুদ্রিক ড্রোনের আঘাতে পুতিনের ৬৫ মিলিয়ন ডলারের টহল জাহাজ ধ্বংস হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। 

 ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এইচইউআর) প্রধান গোয়েন্দা অধিদপ্তরের বরাতে নিউজউইক জানিয়েছে, নৌবাহিনীর ড্রোন ব্যবহার করে কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরের নতুন টহল জাহাজটি ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দারা রুশ জাহাজটিকে ৬৫ মিলিয়ন ডলার মূল্যের সের্গেই কোতভ বলে শনাক্ত করেছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাতে ইউক্রেনের ডিআই ‘গ্রুপ ১৩’ এর বিশেষ ইউনিট ৬৫ মিলিয়ন ডলার মূল্যের রুশ কৃষ্ণ সাগর নৌবহরের টহল জাহাজ ‘সের্গেই কোতভ’ আক্রমণ করেছে। মাগুরা ভি -৫ নৌ ড্রোনের আক্রমণের ফলে রাশিয়ান জাহাজ ২২১৬০ ‘সের্গেই কোতভ’ এর স্টার্ন, ডান এবং বাম দিকে ক্ষতির সম্মুখীন হয়েছে।

 প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রে ইয়ারমাক আক্রমণের রেফারেন্সে টেলিগ্রামে বলেছেন, রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিট হল দখলের প্রতীক। এটি ইউক্রেনীয় ক্রিমিয়ায় থাকতে পারে না। 

তবে এ বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর