নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ তুগার বলেছেন, ইসরায়েলকে অবশ্যই গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে এবং অবরুদ্ধ ছিটমহলে হত্যাকাণ্ডের বিষয়ে বিশ্বকে তার ‘ডাবল স্ট্যান্ডার্ড’ ত্যাগ করতে হবে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে তুগার কাতার সফর করছেন। নাইজেরিয়া ও কাতার একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং জ্বালানি, বাণিজ্য, শ্রম, কৃষি এবং আরও অনেক খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছে।
এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন নাইজেরিয়া ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি। দেশটিতে সশস্ত্র হামলা ছড়িয়ে পড়েছে এবং মুদ্রাস্ফীতির হার ৩০ শতাংশে রয়েছে।
তারপরও ২০ কোটিরও বেশি জনসংখ্যার আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়া আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে বৃহত্তর ভূমিকার দিকে নজর দিচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল