ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা পাঁচ মাস ধরে নির্বিচারে নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে অবরুদ্ধ ওই ভূখণ্ডে তীব্র মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী তাঁবুসহ আশ্রয় কেন্দ্রগুলোতে দিনাতিপাত করছে।
এদিকে, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৬ জনের মৃত্যু হয়েছে।
বুধবার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ হাজার ৭১৭ জন এবং আহত হয়েছেন ৭২ হাজার ১৫৬ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৬ জনের মৃত্যু হয়েছে।
গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেকই শিশু। জাতিসংঘ বলেছে ইসরায়েলি হামলায় নিহত বেশিরভাগ বেসামরিক নাগরিকের মধ্যে নারী ও শিশু।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের আঞ্চলিক পরিচালক বলেছেন, আমরা যে শিশু মৃত্যুর আশঙ্কা করছিলাম, তা এখানে রয়েছে, কারণ অপুষ্টি গাজা উপত্যকাকে ধ্বংস করছে। এ মর্মান্তিক এবং ভয়াবহ মৃত্যু মানবসৃষ্ট, এটি সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত