৬ মার্চ, ২০২৪ ২০:৫১

ইরানকে পরমাণু উপাদান কমাতে বলল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইরানকে পরমাণু উপাদান কমাতে বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানকে ৬০ শতাংশ পর্যন্ত উন্নীত করা বিশুদ্ধ ইউরেনিয়াম হালকা করার আহ্বান জানিয়েছে। পরমাণু অস্ত্র তৈরিতে প্রায় ৯০ শতাংশের কাছাকাছি ইউরেনিয়াম প্রয়োজন হয়। ইরান এই অনুপাতের কাছাকাছি আছে বলে বিভিন্ন সময় খবর বের হয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি গত সপ্তাহে সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক গোপন প্রতিবেদনে বলেছে, ইরানের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ গত প্রান্তিকে কিছুটা কমেছে। 

রয়টার্সের হাতে আসা ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইএইএ'র তাত্ত্বিক সংজ্ঞা অনুযায়ী দুটি পরমাণু অস্ত্রে ইন্ধন জোগানোর মতো যথেষ্ট উপাদান ইরানের হাতে রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর