রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া কৌশলগতভাবে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সেনা পাঠায়, তাহলে তা সংঘাতের উল্লেখযোগ্য বৃদ্ধি হিসেবে বিবেচিত হবে।
আগামী ১৫-১৭ মার্চ রাশিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাত্র কয়েকদিন আগে পুতিন এ কথা বললেন। আসন্ন নির্বাচনে নিশ্চিতভাবেই পুতিনকে আরও ছয় বছর ক্ষমতায় থাকার সুযোগ দেবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, পরমাণু যুদ্ধের পরিস্থিতি নিয়ে ‘তাড়াহুড়ো’ করছে না এবং তিনি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন দেখছেন না।
রাশিয়া আসলেই পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে ৭১ বছর বয়সী পুতিন রসিয়া-১ টেলিভিশন ও বার্তা সংস্থা আরআইএকে বলেন, ‘সামরিক-প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই প্রস্তুত।’
পুতিন বলেন, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে, তারা যদি রাশিয়ার ভূখণ্ডে বা ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েন করে তাহলে রাশিয়া এই পদক্ষেপকে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে- রুশ সম্পর্ক এবং কৌশলগত সংযমের ক্ষেত্রে যথেষ্ট বিশেষজ্ঞ রয়েছে বলেও পুতিন মন্তব্য করেন। সূত্র : রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল