ভারত মহাসাগরে যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নতুন যুদ্ধজাহাজ।
‘মেরিন সিকিউরিটি বেল্ট ২০২৪’ নামে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী যৌথভাবে এ মহড়া শুরু করেছে।
মহড়ায় শহীদ মাহমুদি যুদ্ধজাহাজ, শহীদ সোলাইমানি কমব্যাট পেট্রোল ভেসেল, শহীদ আবু মাহদি আল-মুহানদিস যুদ্ধজাহাজ, শহীদ তাভাসোলি ফ্রিগেট ও আইআরজিসি নৌবাহিনীর হেলিকপ্টার উপস্থিত রয়েছে।
যৌথ সামরিক মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনি বলেন, তিন দেশের নৌ ইউনিট 'ফটো এক্স' মহড়া ও আক্রমণাত্মক ফরমেশন পরিচালনা করেছে।
তাজেদ্দিনি বলেন, মহড়ার সব ধাপে ইরানের নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র হেলিকপ্টারের মাধ্যমে ওই অঞ্চলের তত্ত্বাবধান ও আকাশপথে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল