ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, গত কয়েক বছরে তার দেশের সামরিক সরঞ্জাম রফতানির পরিমাণ গুরুত্বপূর্ণভাবে বেড়েছে।
মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের ফাঁকে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন। আজ বুধবার তেহরানের ওই অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রতিরক্ষা শিল্পে ইরান স্মরণযোগ্যভাবে এগিয়ে চলছে। আঞ্চলিক ও এর বাইরের শক্তির সাথেও চমকপ্রদভাবে বাড়ছে ইরানের সামরিক সহায়তা।
রাশিয়া ও তুরস্কের সাথে সামরিক সহায়তা কথা উল্লেখ করে তিনি দাবি করেছেন, সামরিক বিমান উৎপাদনেও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আশতিয়ানি বলেছেন, গত দুই বছরে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি চার থেকে পাঁচ গুণ বেড়েছে। আরো সরঞ্জাম উৎপাদনের চাহিদা বাড়ছে।
ইরানি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, ‘ড্রোন ইঞ্জিন তৈরিতে ইরান আত্মনির্ভরশীলতা অর্জন করেছে। ইরান এই ইঞ্জিন তৈরিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছে।’
প্রতিরক্ষা ক্ষেত্রে ইরান অনেক বিশ্ব শক্তিকে টেক্কা দিচ্ছে বলেও ইঙ্গিত করেছেন এই মন্ত্রী। তিনি বলেন, ঘরোয়া উৎপাদনের পথ মাড়িয়ে আমরা সামরিক বাহিনীর জন্য প্রয়োজনী সরঞ্জাম তৈরিতে এক চূড়ায় পৌঁছে গেছি। আর এটাই আমাদের প্রতিরক্ষা শক্তিতে পরিণত করেছে। এর ফলেই নিশ্চিত হচ্ছে জাতীয় নিরাপত্তা।
বিডি প্রতিদিন/নাজমুল