পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় তার সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন যুবরাজ।
শনিবার ফোন কলে এই অভিনন্দন ও আশ্বাস দেন আলাপকালে সৌদি যুবরাজ।
মোহাম্মদ বিন সালমান বলেন, দুই দেশ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে।
এ সময় শেহবাজ শরিফও মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান।
ফোন কলে আলাপকালে শেহবাজ শরিফ বলেন, সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক, গভীর শিকড়যুক্ত ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের জন্য পাকিস্তান গর্বিত এবং দুই দেশ সব সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। এ সময় তিনি ক্রাউন প্রিন্সকে পাকিস্তানে একটি সরকারি সফর করার জন্য আমন্ত্রণ জানান।
তিনি সৌদি যুবরাজকে বলেন, পাকিস্তানের জনগণ তাকে খুব উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে।
এছাড়া ফোন কলে শেহবাজ শরিফ সৌদি আরবের নেতাদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষে সৌদি জনগণের প্রতি রহমত কামনা করেন। এছাড়া বিশ্ব মুসলিমদেরও কল্যাণ কামনা করেন তিনি। সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/আজাদ