মালয়েশিয়ায় মাঝ আকাশে নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টার দুটির সব আরোহী নিহত হয়েছে।
রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর একটি অনুষ্ঠানের মহড়ার সময় হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়। মালয়েলিয়ার লুমাত শহরে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এরপরই হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়।
জানা গেছে, দুটি হেলিকপ্টার দুটিতে অন্তত ১০ জন ক্রু ছিলেন। তাদের সকলেই নিহত হয়েছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/আজাদ