রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু ইরানের প্রতিরক্ষামন্ত্রী ঘারাই আশতিয়ানিকে বলেছেন, তেহরানের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে মস্কো প্রস্তুত রয়েছে।
শইগু বলেন, সম্প্রতি দুই দেশের সামরিক বিভাগের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
রাশিয়া, ভারত, চীন, ইরান, পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানকে নিয়ে গঠিত নিরাপত্তা গোষ্ঠী সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) কাজাখস্তানের অধিবেশনের ফাঁকে এক বৈঠক এই আলাপ হয়।
পারমাণবিক চুক্তিসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপড়েনের মধ্যে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরালো করছে তেহরান।
বিডিপ্রতিদিন/কবিরুল