ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো হবে কিনা সে বিষয়ে ইউক্রেন নিজেই সিদ্ধান্ত নিতে পারে।
ব্লিঙ্কেন বলেন, এটি এমন একটি সিদ্ধান্ত যা কিয়েভের নিজেই নেওয়া উচিত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধক্ষেত্রে সফল হওয়ার জন্য ইউক্রেনের প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর নিয়ে তিনি বলেন, চীন তার প্রতিরক্ষা-শিল্প ঘাঁটি পুনর্নির্মাণে রাশিয়াকে যে সহায়তা দিচ্ছে তা নিয়ে উদ্বেগ রয়েছে। চীন থেকে আসা বেশিরভাগ মেশিন টুলস, মাইক্রো ইলেকট্রনিক্স, এগুলি সরাসরি রাশিয়ার প্রতিরক্ষা শিল্প ভিত্তিকে শক্তিশালী করতে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে ব্যবহৃত আরও ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র মন্থন করতে সক্ষম হয়েছে।
ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং জড়িত কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে। সূত্র : বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল