ইরানের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেছেন, ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার জন্য ইসরায়েলের জন্য ইরানের কঠোর প্রতিশোধ আসছে দ্রুতই।
খতম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের ডেপুটি কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল আলী শাদমানি রবিবার রাশিয়ায় বলেছেন, ‘প্রতিশোধ নেওয়ার প্রক্রিয়া চলমান।’
এই সদর দফতর ইরানি সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক অভিযানের পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত। আলী শাদমানি বলেছেন, ‘এই (প্রতিশোধমূলক) পদক্ষেপের নানা দিক বিবেচনাধীন রয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, ইরান অবশ্যই প্রতিশোধ নেবে।
এই হত্যাকাণ্ডে গত মাসের শেষের দিকে তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ এবং তার একজন দেহরক্ষীর নিহত হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়াহ ইরানের রাজধানীতে ছিলেন।
নৃশংসতার পরপরই, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে "কঠোর জবাব" দেওয়ার বিষয়ে সতর্ক করে বলেছিলেন, ফিলিস্তিনি প্রতিরোধ নেতার রক্তের প্রতিশোধ নেওয়া ইরানের কর্তব্য।
ব্রিগেডিয়ার জেনারেল শাদমানি সোমবার থেকে বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া ১০তম আন্তর্জাতিক সামরিক-প্রযুক্তিগত ফোরাম, ‘আর্মি-২০২৪"-এ যোগ দিতে রাশিয়ার রাজধানীতে রয়েছেন।
ইসলামিক রিপাবলিক দেশটির সামরিক এবং প্রতিরক্ষামূলক পণ্যের বৈচিত্র্যময় বিন্যাস প্রদর্শন করে টানা তৃতীয়বারের মতো ইভেন্টে অংশগ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল