ভারতের শোরানুর রেলওয়ে স্টেশনের কাছে কেরালা এক্সপ্রেসের ধাক্কায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পালাককাদ জেলায় রেলওয়ে স্টেশন থেকে কিছু দূরে শোরানুর ব্রিজের কাছে রেল লাইনের ময়লা পরিষ্কারের করতে ছিলেন ওই চার স্যানিটেশন কর্মী। এ সময় ট্রেন চলে আসলে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি কেরালা থেকে দিল্লিতে যাচ্ছিল।
পুলিশের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, ওই চার কর্মী রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। ট্রেনের ধাক্কায় তারা ট্রাক থেকে ছিটকে পড়ে।
ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করেছে। কিন্তু আরেক জনের লাশ এখন খুঁজে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি দুর্ঘটনার সময় আত্মরক্ষার্থে নদীতে ঝাঁপ দেন। তারা সবাই তামিলনাড়ুর বাসিন্দা।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, সম্ভবত তারা ট্রেন আসার বিষয়টি লক্ষ্য করেনি। এজন্যই দুর্ঘটনা ঘটেছে। তারপরও প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হবে।
বিডি-প্রতিদিন/শআ