ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ৫২টি দেশ ও দুটি সংস্থা।
সম্প্রতি জাতিসংঘে চিঠিটি জমা দিয়েছে তুরস্ক। জিবুতিতে তুরস্ক-আফ্রিকা পার্টনারশিপ শীর্ষ সম্মেলনে এ তথ্য জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
হাকান ফিদান বলেন, আমরা একটি যৌথ চিঠি লিখেছি। সেখানে সব দেশকে ইসরায়েলের কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছি। এই চিঠিটি ১ নভেম্বর জাতিসংঘে হস্তান্তর করেছি, যেখানে ৫৪ জন স্বাক্ষরকারী রয়েছে।
তিনি বলেন, আমাদের প্রতিটি সুযোগে পুনরাবৃত্তি করতে হবে যে, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা মানে এর গণহত্যায় অংশ নেওয়া।
স্বাক্ষরকারীদের মধ্যে সৌদি আরব, ব্রাজিল, আলজেরিয়া, চীন, ইরান এবং রাশিয়া ছিল, দুটি সংস্থা আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা রয়েছে।
এর আগে, অক্টোবরে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
বিডি প্রতিদিন/ইই