পেনসিলভানিয়ায় আজ নির্বাচনী প্রচারণায় আশাবাদী বার্তা তুলে ধরেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্ক্র্যান্টনে প্রচারণাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি নিজের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করেই বক্তব্য দেন। কমলা হ্যারিস বলেন, প্রচারণা ও দেশ গঠনে একতাবদ্ধ হয়ে কাজ করা ও কথা বলা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আমরা একসঙ্গে উঠব এবং একসঙ্গে এগোবো। এটাই আমাদের শক্তি।’ এছাড়া কর্মীদের উদ্দেশ্যে কমলা হ্যারিস বলেন, ‘আপনারা যা করছেন, তা উপভোগ করুন।’
পেনসিলভানিয়া হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজ্য যেখানে ভোট সংখ্যা অনেক বেশি। তাই এই রাজ্যে জয় পাওয়া প্রতিটি প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ হ্যারিস ফিলাডেলফিয়ায় তার প্রচারণা শেষ করবেন। একই দিন ট্রাম্পও মিশিগানে প্রচারণা চালাবেন, যেটিও একটি গুরুত্বপূর্ণ সুইং স্টেট।
কমলা হ্যারিসের এই আশাবাদী বার্তা এবং দলীয় ঐক্যের আহ্বান তার প্রচারণাকে ইতিবাচকভাবে সামনে এগিয়ে নিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।
বিডিপ্রতিদিন/কবিরুল