পশ্চিমবঙ্গের হুগলির একটি গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। সেখানে ডায়রিয়ায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, ওই গ্রামের ৩০ থেকে ৩২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই গ্রামে ডায়রিয়ার প্রকোপ বাড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাবার পানি থেকে ডায়রিয়া ছড়িয়েছে।
হুগলির বলাগড় ব্লকের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলিয়াপাড়া গ্রামে ডায়রিয়ার প্রকোপ ছড়িয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ওই এলাকা পর্যবেক্ষণে গেছে স্বাস্থ্য এবং স্থানীয় প্রশাসনের একটি প্রতিনিধি দল।
প্রতিবেদনে বলা হয়েছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দু’জন হলেন, মাতাল টুডু (৫০) ও বনি কিস্কু (৬০)। তাদের পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।
গত রবিবার থেকেই গ্রামের একের পর এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়ছেন। পেট ব্যথা ও বমির সঙ্গে মাথা ব্যথার সমস্যা দেখা যাচ্ছে অনেকের মধ্যে। মঙ্গলবার পর্যন্ত গ্রামের কমপক্ষে ৩২ জন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন।
তাদের বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই ডায়রিয়ায় আক্রান্ত।
পঞ্চায়েতের কাছ থেকে এই খবর জানতে পেরেই তড়িঘড়ি পদক্ষেপ করে স্বাস্থ্য দফতর। এছাড়া, গ্রামটিতে মেডিকেল টিম বসানো হয়েছে।
খাবার পানি থেকে সবাই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন কিনা তা জানতে ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই গ্রামে দু’টি টিউবওয়েল রয়েছে। সেখান থেকে খাবার পানি সংগ্রহ করেন স্থানীয়রা। বর্তমানে টিউবওয়েল দু’টি খুলে নেওয়া হয়েছে। তাছাড়া, গ্রামের পুকুর থেকে কেউ যেন পানি সংগ্রহ না করেন, সেজন্য ব্যানার লাগানো হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। এ অবস্থায় বাইরে থেকে পরিশোধিত পানি এনে স্থানীয়দের চাহিদা মেটাচ্ছে প্রশাসন।
বিডি প্রতিদিন/ইই