যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সবার আগে ভোটগ্রহণ শুরু হয়েছে দেশটির ভারমন্ট অঙ্গরাজ্যে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের এই অঙ্গরাজ্যটিতে স্থানীয় সময় ভোর পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে কয়েকটি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।
ভারমন্টে ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দেশটির আরও বেশ কিছু অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়।
ভারমন্টের পর যেসব অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয় সেগুলোর মধ্যে রয়েছে- আলাবামা, আইওয়া, ক্যানসাস, মিনেসোটা, মিসিসিপি, নর্থ ডাকোটা, ওকলাহোমা, সাউথ ডাকোটা ও টেক্সাস।
এবার যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ ভোট দেওয়ার যোগ্য নাগরিক রয়েছেন। তাদের মধ্যে কতজন ভোট দেন, সেটাই এখন দেখার বিষয়।
যুক্তরাষ্ট্রে এবার এরই মধ্যে প্রায় ৮ কোটি ২০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ