যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। টানা তৃতীয়বারের মতো এবারও নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর ৩০টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।
এক সময়ের গুরুত্বপূর্ণ ‘ব্যাটেলফিল্ড’ ফ্লোরিডা সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকান পার্টির দিকে ঝুঁকছে। ২০১২ সালে বারাক ওবামার পর অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটরা জিততে পারেনি।
এরই মধ্যে বিভিন্ন বুথফেরত জরিপের ফলও আসতে শুরু করেছে। এর মধ্যে একটিতে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
এনবিসির জরিপে দেখা যায়, ৫১ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ওপরই আস্থা রাখছেন। যেখানে কমলা হ্যারিসকে সমর্থন করছেন ৪৭ শতাংশ ভোটার। এছাড়া, ৭২ শতাংশ ভোটার বলেছেন, তারা দেশের অবস্থা নিয়ে ‘রাগ’ বা ‘অসন্তুষ্ট’। এটিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার জন্য ‘খারাপ লক্ষণ’ হিসেবেই দেখা হচ্ছে।
সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, মার্কিন ভোটাররা তাদের ভোট প্রয়োগের ক্ষেত্রে কোন বিষয়টি বেশি বিবেচনায় নিয়েছে -- এনবিসির বুথফেরত এ জরিপ তার প্রথম ইঙ্গিত।
এদিকে, এপির ভোটকাস্টের তথ্য মতে, মার্কিন ভোটাররা বলেছেন যে, অর্থনীতি এবং অভিবাসনই বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল সমস্যা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ