রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ বলেছেন, ইউক্রেনের ২০২৫ সালের সামরিক পরিকল্পনা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে রাশিয়া। শুক্রবার এক বৈঠকে তিনি জানান, রাশিয়ার সামরিক বাহিনীর অগ্রগতি ইউক্রেনের প্রধান সামরিক ইউনিটগুলোকে দুর্বল করে দিয়েছে।
রাশিয়া সম্প্রতি ইউক্রেনে পরীক্ষামূলক হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে, যা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক চমকপ্রদ ঘোষণার মাধ্যমে প্রকাশ করেন। পুতিন বলেন, ইউক্রেন সংঘাত এখন একটি ‘বৈশ্বিক’ প্রকৃতি ধারণ করেছে।
ভ্লাদিমির পুতিন আরও সতর্ক করেছেন, যেসব দেশ তাদের অস্ত্র ইউক্রেনকে ব্যবহার করতে দিচ্ছে, সেসব দেশের সামরিক স্থাপনায় আঘাত হানার অধিকার মস্কোর রয়েছে। তিনি বলেন, আমরা মনে করি, আমাদের এই ধরনের হামলা চালানোর অধিকার রয়েছে।
রাশিয়ার বাহিনী কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনে ছোট ছোট শহর ও গ্রাম দখল করে আসছে। ইউক্রেনের সীমিত সৈন্য সংখ্যা এবং গোলাবারুদের অভাবের কারণে এই অগ্রগতি সম্ভব হয়েছে।
অন্যদিকে, ইউক্রেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে সরবরাহকৃত দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করেছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
রাশিয়া শান্তি চায় না : জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার নতুন মিসাইল ব্যবহারের কড়া নিন্দা জানিয়েছেন। তিনি বিশ্বনেতাদের রাশিয়ার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানান। জেলেনস্কি বলেন, এই হামলা প্রমাণ করে যে রাশিয়া শান্তি চায় না।
বিডিপ্রতিদিন/কবিরুল