উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ* জানিয়েছে, বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে একটি সামরিক প্রদর্শনীতে দেওয়া বক্তৃতায় কিম বলেছেন, কোরীয় উপদ্বীপে এমন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি আগে কখনো দেখা যায়নি।
কিম তার বক্তৃতায় দাবি করেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও শত্রুতাপূর্ণ নীতির কারণে উত্তেজনা বাড়ছে। তিনি উল্লেখ করেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার চেষ্টা করেও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। বরং এটি তাদের শত্রুতামূলক অবস্থানকে আরও পরিষ্কার করেছে।
কিম জং উন জানিয়েছেন, তার দেশ প্রতিরক্ষা সামর্থ্য আরও শক্তিশালী করতে অস্ত্র উন্নয়ন অব্যাহত রাখবে। তিনি বলেন, উত্তর কোরিয়া তার কৌশলগত অবস্থান আরও মজবুত করতে সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যাবে।
এই পরিস্থিতিতে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল