লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সংগঠনটি জানায়, আশদোদ নৌঘাঁটিতে প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে আকাশ থেকে আক্রমণ চালানো হয়েছে।
একই দিন আরেকটি বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা তেল আবিবে একটি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ একাধিক উন্নত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সমন্বয়ে আক্রমণ চালিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, দক্ষিণ লেবাননের আল-আমিরিয়া শহরে ইসরায়েলি হামলায় লেবাননের এক সেনা নিহত হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এই হামলায় একটি সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে লেবানন।
ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে লেবানন-ইসরায়েল সীমান্তে সহিংসতার মাত্রা ক্রমেই বাড়ছে। এটা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল