গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪,২১১ জনে দাঁড়িয়েছে। মোট আহত হয়েছেন ১,০৪,৫৬৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধে হতাহতের এই সংখ্যা দাঁড়িয়েছে।
খবর অনুসারে, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৩৫ জন নিহত ও ৯৪ জন আহত হয়েছে। এই সংঘর্ষের প্রতিটি দিনেই মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
লেবাননে ইসরায়েলি হামলা
এদিকে লেবাননের টায়ার জেলার আল-আমিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। এতে একটি সেনাঘাঁটি ও চেকপয়েন্ট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ১ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্র জানায়, এই হামলা দুপুরের কিছু আগে ঘটে। উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। লেবাননের সেনাঘাঁটিতে হামলা ইসরায়েলের বিস্তৃত আক্রমণের আরেকটি উদাহরণ। স্থানীয়রা বলছেন, ইসরায়েল যাকে খুশি, যখন খুশি আক্রমণ করছে।
লেবাননের সাধারণ মানুষের অভিযোগ, তাদের জীবনে এখন কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে পুরো দেশজুড়ে একইরকম নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি হয়েছে। লেবাননের মানুষ এখন একত্রিত হয়েছে এক অভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে—ইসরায়েলের নিরন্তর হামলা।
বিশ্বজুড়ে এই হামলা ও সংঘর্ষ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থা যদি চলতে থাকে, তবে মানবিক সংকট আরও গভীরতর হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল