সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে জবাবদিহির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রবিবার এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় বাইডেন সতর্ক করে বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থানের বিরুদ্ধেও সজাগ থাকবে ওয়াশিংটন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের বিরুদ্ধে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলেও জানান তিনি।
হোয়াইট হাউসের ওই বক্তব্যে বাইডেন বলেন, সরকার পতনের (সিরিয়ায়) ঘটনাটি ন্যায়বিচারের মৌলিক ফল। সিরিয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা জনগণের জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগের মুহূর্ত।
বাইডেন বলেন, পুনর্গঠনের কাজে সিরীয় নাগরিকদের সহযোগিতা করবে ওয়াশিংটন।
তিনি বলেন, “বাশার আল-আসাদ সরকারকে দূরে ঠেলে স্বাধীনতার দিকে রূপান্তরের এ মুহূর্ত প্রতিষ্ঠা করার জন্য আমরা জাতিসংঘের নেতৃত্বাধীন প্রক্রিয়ার মধ্যে থেকে সব সিরীয় গোষ্ঠীর সঙ্গে মিলেমিশে কাজ করব।” সূত্র: এপি, নিউ ইয়র্ক টাইমস
বিডি প্রতিদিন/একেএ