মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এডেন উপসাগরে হুথি বিদ্রোহীদের চালানো হামলা সফলভাবে প্রতিহত করেছে তারা। হুথিরা ইয়েমেন থেকে ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করে তিনটি জাহাজে এই হামলা চালায়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার জানায়, ইউএসএস স্টকডেল ও ইউএসএস ও’কেন নামে দুটি ডেস্ট্রয়ার এই হামলা প্রতিহত করে। হামলার সময় জাহাজগুলো জিবুতির দিকে যাচ্ছিল। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, এই বেপরোয়া হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি।
গত কয়েক মাস ধরে হুথি বিদ্রোহীরা রেড সি ও গালফ অব এডেনে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এসব হামলার মাধ্যমে গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগ করা হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এই হামলাগুলোকে বাণিজ্য ও মুক্ত নৌ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হিসেবে চিত্রিত করেছে।
সেন্টকম জানায়, এই ধরনের হামলা প্রতিহত করা আমাদের আঞ্চলিক অংশীদার, আন্তর্জাতিক শিপিং, এবং মার্কিন কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন।
হুথিদের হামলা প্রতিহত করতে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও ফ্রান্সের বিমান বাহিনীর একটি এয়ারক্রাফট সহায়তা করে। তারা চারটি ড্রোন এবং একটি মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়।
হুথিদের ধারাবাহিক হামলা
২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে হুথিরা ২৭টি হামলা চালিয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী জানায়। এছাড়া, হুথিরা সম্প্রতি মধ্য ইসরায়েলে একটি ড্রোন হামলার দায় স্বীকার করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল