যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তারা সোমবার প্রথমবারের মতো হটলাইনে কথা বলেছেন। সংঘাতের পর গত রাতে কাশ্মীর সীমান্তে আর কোনও বিস্ফোরণের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, রবিবার সীমান্ত সাম্প্রতিক দিনগুলোর মধ্যে প্রথম শান্তিপূর্ণ ছিল। ভারত ও পাকিস্তানের সামরিক অভিযান প্রধানরা সোমবার প্রথমবারের মতো হটলাইনে কথা বলেছেন।
কিছু প্রাথমিক যুদ্ধবিরতি লঙ্ঘনের পর রবিবার থেকে পরিস্থিতি শান্ত। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, রবিবার সীমান্তে সাম্প্রতিক দিনগুলিতে প্রথম শান্তিপূর্ণ রাত ছিল, যদিও কিছু স্কুল বন্ধ রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপর পাকিস্তানের বিরুদ্ধে কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে ভারত।
ভারতীয় সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রবিবার পাকিস্তানকে পূর্ববর্তী দিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে একটি হটলাইন বার্তা পাঠানো হয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র অবশ্য যুদ্ধবিরতি লঙ্ঘনের আভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল