হজযাত্রীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজ মৌসুমের আগে বহুভাষিক স্বাস্থ্য সচেতনতা কিট চালু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (১৭ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এই সচেতনতা কিটে তাপজনিত অসুস্থতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবহারিক নির্দেশনা, তীব্র সূর্যের প্রভাবে শরীরের ক্ষতি এড়াতে করণীয়, সচেতনতামূলক ভিডিও, সোশ্যাল মিডিয়ার উপযোগী কনটেন্ট এবং মুদ্রণযোগ্য শিক্ষামূলক উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে। পুরো হজ জুড়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজযাত্রীদের কথা মাথায় রেখে এই কিটটি আরবি, ইংরেজি, ফরাসি, উর্দু, ফার্সি, ইন্দোনেশিয়ান, মালয় ও তুর্কি —এই আটটি ভাষায় প্রস্তুত করা হয়েছে। এতে ভিন্ন ভাষাভাষীদের সঙ্গে স্বাস্থ্যবিষয়ক যোগাযোগ সহজ হবে এবং সচেতনতা কার্যকরভাবে ছড়িয়ে পড়বে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই পদক্ষেপটি দেশের স্বাস্থ্য খাত রূপান্তর কর্মসূচি ও পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের আওতায় গৃহীত হয়েছে। উদ্দেশ্য একটাই, সব হজযাত্রীর জন্য একটি নিরাপদ, আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত হজ অভিজ্ঞতা নিশ্চিত করা।
হজে অংশগ্রহণকারী ও দায়িত্বপ্রাপ্তদের কিটের রিসোর্সগুলো নিয়মিত ডাউনলোড ও ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা