ইসরায়েলি গণমাধ্যমের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা আক্রমণের মধ্যে ক্রমবর্ধমান জনবল ঘাটতির কারণে দেশটির সেনাবাহিনী পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার রোগে আক্রান্ত সৈন্যদের প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।
হারেৎজ সংবাদপত্রটি কর্মী ঘাটতি এবং সক্রিয় সৈন্যের স্তর বজায় রাখতে ক্রমবর্ধমান অসুবিধা নিয়ে অভ্যন্তরীণ সামরিক উদ্বেগের কথা উল্লেখ করেছে, বিশেষ করে গাজায় দীর্ঘস্থায়ী আক্রমণের মধ্যে।
সংবাদপত্রটি আরও বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ট্রমা এবং অন্যান্য মানসিক সমস্যায় ভুগছেন এমন রিজার্ভ সৈন্যদের তালিকাভুক্ত করা শুরু করেছে।
একজন কমান্ডার ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে সৈন্য এবং রিজার্ভ সৈন্যদের মধ্যে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং আত্মহত্যার তীব্র বৃদ্ধির কথা তুলে ধরেছেন।
তিনি বলেন, যেহেতু আমাদের সৈন্যরা যুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ নয়, তাই আমরা এমন ব্যক্তিদের নিয়োগ করতে বাধ্য হই যারা স্থিতিশীল মানসিক অবস্থায় নেই। তিনি বলেন, আমরা আমাদের যা আছে তা দিয়েই লড়াই করি, এমনকি যদি আমরা নিশ্চিত হই যে তাদের মানসিক অবস্থা অস্থির।
বিডি প্রতিদিন/নাজমুল