যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হওয়ার খবরে সহমর্মিতা জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, আমি বাইডেন পরিবারকে নিয়ে ভাবছি, যারা এমন একটি রোগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছেন, যাতে করে অন্য অনেক পরিবারকে এ কষ্টের পথ পাড়ি দিতে না হয়।
ওই ফেসবুক বার্তায় ক্যান্সার আক্রান্ত জো বাইডেনকে সহমর্মিতা জানিয়ে হিলারি ক্লিনটন তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন। এর আগে, গতকাল রবিবারই ৮২ বছর বয়সী জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে বলে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
জানা গেছে, এ ক্যান্সার ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে বলে জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এটি ‘হরমোন-সংবেদনশীল’ ধরনের ক্যান্সার, যার মানে এটি নিয়ন্ত্রণযোগ্য হলেও বেশ কঠিন।
উল্লেখ্য, জো বাইডেন ২০১৫ সালে তার বড় ছেলে বিউ বাইডেনকে ব্রেইন ক্যান্সারে হারান। এরপর থেকেই তিনি ক্যান্সার গবেষণা ও প্রতিরোধে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন মিলে ‘ক্যান্সার মুনশট’ উদ্যোগ পুনরায় চালু করেন। যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ক্যান্সারে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।
বিডি-প্রতিদিন/শআ