সৌদি আরবে আগামী ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকাল শুরু হতে যাচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) জানিয়েছে, এই তারিখ থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে।
সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, এনএমসি'র মুখপাত্র হুসেইন আল-কাহতানি জানিয়েছেন, মঙ্গলবার জেদ্দায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৭ ডিগ্রি সেলসিয়াস, তাও ছায়ায়। তিনি বলেন, এই তাপমাত্রা বৃদ্ধি গ্রীষ্মের প্রারম্ভিক তীব্রতা বোঝায়, বিশেষ করে সৌদির পশ্চিমাঞ্চলে।
আবহাওয়া পূর্বাভাস দিতে এনএমসি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে আবহাওয়া রাডার, স্যাটেলাইট চিত্র, সৌদি নিজস্ব সংখ্যাগত মডেল, মানবচালিত পর্যবেক্ষণ কেন্দ্র এবং স্বয়ংক্রিয় মোবাইল স্টেশন। যেগুলো ২৪ ঘণ্টা সচল থাকে, যেন সময়মতো সঠিক পূর্বাভাস প্রদান করা যায়।
সৌদি আরবে আজকের আবহাওয়ার পূর্বাভাস:
আজ পূর্বাঞ্চলে তীব্র গরমের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাবুক, হাইল ও মদিনার কিছু অংশে ধুলিঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র।
সৌদি আরবে অবস্থানরত নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজন ছাড়া সরাসরি রোদে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/মুসা