গাজা উপত্যকায় একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্র জানায়, নাসের ও আওদা হাসপাতালে নিহতদের মরদেহ নেওয়া হয়েছে।
সেখানে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ এএফপিকে জানান, নিহতদের কয়েকজনকে সাহায্য বিতরণকেন্দ্রের পথে বা গাজায় প্রবেশ করা ত্রাণবাহী কাফেলার জন্য অপেক্ষার সময় গুলি করে হত্যা করা হয়।
অন্যরা, যাদের মধ্যে পাঁচ শিশু রয়েছে, গাজা শহরে এক বিমান হামলায় নিজেদের তাঁবুতে নিহত হন।
গাজার উত্তরাঞ্চলে এক ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। অন্যদিকে, কেন্দ্রীয় অঞ্চলের ওয়াদি গাজার দক্ষিণে সাহায্যের জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বিতরণকেন্দ্রে বেসামরিক হতাহতের প্রতিবেদনগুলো যাচাই করছে। জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, নেতজারিম করিডর এলাকায় সেনাবাহিনীর গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে বলে তাদের জানা নেই।
সূত্র: ডয়েচে ভেলে
বিডি প্রতিদিন/নাজিম