লিবিয়ায় দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে গোলাগুলিতে আব্দুল কালাম এবং শফিকুর রহমান নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
গত শুক্রবার টেক্সি যোগে লিবিয়ার বেনগাজি শহরে কর্মস্থলে যাওয়ার সময় তারা গুলিবিদ্ধ হয়ে মারা যায় বলে নিশ্চিত করেছেন দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
জানা গেছে, নিহতদের মধ্যে আব্দুল কালামের গ্রামের বাড়ি বরগুনা এবং শফিকুর রহমানের বাড়ি পিরোজপুর জেলায়। তারা বেনগাজির সারিকাত কাজি নামে একটি কোম্পানিতে ক্লিনারের কাজ করতেন।
বাংলাদেশ দূতাবাস তাদের মৃতদেহ দেশে ফেরত পাঠাতে এবং তারা যে কোম্পানিতে কাজ করতেন সেখান থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যপারে কাজ করছে।