শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

জাপানি পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিলেন আবে

আগাম নির্বাচনের লক্ষ্যে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। গতকাল আবে এ ঘোষণা দেন। একের পর এক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় সরকার ধাক্কা সামলানোর পর নতুন করে সমর্থন পাওয়ার লক্ষ্যে আবে এ ব্যবস্থা নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অধিকাংশ সময় ধরে ক্ষমতায় থাকা আবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি আসছে নির্বাচনে কিছু আসন হারাতে পারে। কিন্তু জোটবদ্ধভাবে ৪৮০ আসনের নিম্নকক্ষে দলটির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা জোরালো। আশা করা হচ্ছে, আগামী ১৪ ডিসেম্বর এই মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর