নিজেদের আত্মরক্ষা ও শিকারের আদি কৌশল ধরে রাখা এবং জাতিগত বন্ধন অটুট রাখতে দিনাজপুরের বিরামপুরে আয়োজন করা হয় ক্ষুদ্র-নৃগোষ্ঠী (সাঁওতাল) নারী-পুরুষদের তীর-ধনুক (তিরন্দাজ) প্রতিযোগিতা।
শুক্রবার বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের সোনাজুড়ি ফুটবল মাঠে জব মানঝি পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রতিযোগিতা দেখতে মাঠের চারপাশে ভিড় ছিল লক্ষনীয়।
দিনাজপুর সদর, বিরামপুর, ফুলবাড়ী, সেতাবগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলার ১৬টি দলের ১১২ নারী-পুরুষ প্রতিযোগী অংশ নেন।
বিরামপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জব মানঝি পরিষদের সভাপতি বারনাবাস হেমরম, ধানজুড়ি ক্যাথলিক চার্চের ফাদার মান্যুয়েল হেমরম, শিক্ষক সামশন হেমরম, উন্নয়নকর্মী আলবিনুশ সরেন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                    -24-10-2024.jpg) 
                                     
                                     
                                     
                                     
                                    -kuakata-11-10-2024.jpg) 
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        