মাত্র এক দিন আগেও তাদের মধ্যে চলছিল মল্লযুদ্ধ। দলের মনোনয়ন কে পাবেন সে নিয়েই এ লড়াই। কিন্তু যখন নিশ্চিত হয়ে গেল হিলারি ক্লিনটনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী, তখন তারুণ্যের মাঝে ক্রেস সৃষ্টিকারী বার্নি স্যান্ডার্স সোজা ঘোষণা দিলেন, এখন একটাই লক্ষ্য ট্রাম্প ঠেকাও। আর সে লক্ষ্যে তিনি পাশে থাকবেন হিলারি ক্লিনটনের। ডোনাল্ড ট্রাম্প এবারের লড়াইয়ে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে নিশ্চিত হয়ে আছেন আরও আগে থেকেই। নভেম্বরের পপুলার ভোটে নিজের দলকে ফের ক্ষমতায় আনতে এরই মধ্যে হিলারি ক্লিনটনকে এনডোর্স করারও ঘোষণা দিয়েছেন বার্নি স্যান্ডার্স। স্যান্ডার্সের এই ঘোষণার মধ্য দিয়ে পার্টিতে বিভাজনের যে আশঙ্কা চলছিল তা উবে গেল। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একটি বৈঠক করে বেরিয়ে এসে স্যান্ডার্স উপস্থিত সাংবাদিকদের এটাই বললেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের জন্য একটি বিপর্যয়। আর আমি ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে যে কোনো উদ্যোগের সঙ্গে রয়েছি। শিগগিরই হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক করে বিজয়ের জন্য কীভাবে একসঙ্গে কাজ করা সেটা নিয়ে কথা বলবেন বলেও জানান স্যান্ডার্স। ডেমোক্র্যাটিক ক্যাম্পেইনের সময় প্রেসিডেন্ট ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন যে নিরপেক্ষতা দেখিয়েছেন তার জন্যও ধন্যবাদ জানান, বার্নি স্যান্ডার্স। এদিকে দলের মনোনয়ন পাওয়ার পর হিলারি ক্লিনটনও বার্নি স্যান্ডার্সের প্রশংসা করে বলেন, তিনি তারুণ্যকে উদ্দীপ্ত করতে পেরেছেন, যা ডেমোক্র্যাটিক দলের জন্যই কেবল নয়, গোটা আমেরিকার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এএফপি, বিবিসি।
শিরোনাম
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
হিলারির পাশে স্যান্ডার্স
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর