ইরাকের রাজধানী বাগদাদে রবিবার আত্মঘাতী বোমা হামলায় ২১৩ জনের মৃত্যু হয়েছে। ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। এটা দেশটির সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা কর্মকর্তারা একথা জানান। নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে সোমবার বলেন, একটি জনাকীর্ণ বাজারে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় আশপাশের ভবনগুলো ধংসস্তূপে পরিণত হয়। এ ঘটনায় ২ শতাধিক লোক আহত হয়েছে। রাজধানী বাগদাদের জনাকীর্ণ কাররাদা এলাকায় ঈদকে সামনে রেখে মানুষ যখন কেনাকাটায় ব্যস্ত ছিল তখন এ হামলা চালানো হয়। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ ঘটনায় জড়িতদের ‘শাস্তি’ প্রদানের অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ঘটনায় নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। আবাদী বাগদাদেও চেক পয়েন্টগুলোতে নকল বোমা শনাক্তকরণ মেশিন উঠিয়ে দেওয়াসহ নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘ দিনের ত্রুটি দূর করার নির্দেশ দিয়েছেন। এক লোক এই নকল মেশিনগুলো ইরাকের কাছে বিক্রির পর বহু বছর ধরে এগুলো চেকপয়েন্টে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। প্রতারণার দায়ে লোকটি ব্রিটেনে সাজা ভোগ করছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইএস জিহাদিদের হটিয়ে ফালুজা পুনরায় দখল করার এক সপ্তাহ পর এ হামলাটি চালানো হলো। এখন শুধু ইরাকের নগরীগুলোর মধ্যে মসুল জিহাদি গোষ্ঠীর দখলে রয়েছে। ইরাকী ও মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় দুই দিনে আইএস-এর কয়েকশ যানবাহন ধ্বংস হয়েছে। এ হামলায় বেশ কয়েকজন আইএস যোদ্ধা নিহত হয়েছে। এএফপি, বিবিসি।
শিরোনাম
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের