ইরাকের রাজধানী বাগদাদে রবিবার আত্মঘাতী বোমা হামলায় ২১৩ জনের মৃত্যু হয়েছে। ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। এটা দেশটির সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা কর্মকর্তারা একথা জানান। নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে সোমবার বলেন, একটি জনাকীর্ণ বাজারে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় আশপাশের ভবনগুলো ধংসস্তূপে পরিণত হয়। এ ঘটনায় ২ শতাধিক লোক আহত হয়েছে। রাজধানী বাগদাদের জনাকীর্ণ কাররাদা এলাকায় ঈদকে সামনে রেখে মানুষ যখন কেনাকাটায় ব্যস্ত ছিল তখন এ হামলা চালানো হয়। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ ঘটনায় জড়িতদের ‘শাস্তি’ প্রদানের অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ঘটনায় নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। আবাদী বাগদাদেও চেক পয়েন্টগুলোতে নকল বোমা শনাক্তকরণ মেশিন উঠিয়ে দেওয়াসহ নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘ দিনের ত্রুটি দূর করার নির্দেশ দিয়েছেন। এক লোক এই নকল মেশিনগুলো ইরাকের কাছে বিক্রির পর বহু বছর ধরে এগুলো চেকপয়েন্টে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। প্রতারণার দায়ে লোকটি ব্রিটেনে সাজা ভোগ করছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইএস জিহাদিদের হটিয়ে ফালুজা পুনরায় দখল করার এক সপ্তাহ পর এ হামলাটি চালানো হলো। এখন শুধু ইরাকের নগরীগুলোর মধ্যে মসুল জিহাদি গোষ্ঠীর দখলে রয়েছে। ইরাকী ও মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় দুই দিনে আইএস-এর কয়েকশ যানবাহন ধ্বংস হয়েছে। এ হামলায় বেশ কয়েকজন আইএস যোদ্ধা নিহত হয়েছে। এএফপি, বিবিসি।
শিরোনাম
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ