ইরাকের রাজধানী বাগদাদে রবিবার আত্মঘাতী বোমা হামলায় ২১৩ জনের মৃত্যু হয়েছে। ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। এটা দেশটির সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা কর্মকর্তারা একথা জানান। নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে সোমবার বলেন, একটি জনাকীর্ণ বাজারে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় আশপাশের ভবনগুলো ধংসস্তূপে পরিণত হয়। এ ঘটনায় ২ শতাধিক লোক আহত হয়েছে। রাজধানী বাগদাদের জনাকীর্ণ কাররাদা এলাকায় ঈদকে সামনে রেখে মানুষ যখন কেনাকাটায় ব্যস্ত ছিল তখন এ হামলা চালানো হয়। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ ঘটনায় জড়িতদের ‘শাস্তি’ প্রদানের অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ঘটনায় নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। আবাদী বাগদাদেও চেক পয়েন্টগুলোতে নকল বোমা শনাক্তকরণ মেশিন উঠিয়ে দেওয়াসহ নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘ দিনের ত্রুটি দূর করার নির্দেশ দিয়েছেন। এক লোক এই নকল মেশিনগুলো ইরাকের কাছে বিক্রির পর বহু বছর ধরে এগুলো চেকপয়েন্টে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। প্রতারণার দায়ে লোকটি ব্রিটেনে সাজা ভোগ করছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইএস জিহাদিদের হটিয়ে ফালুজা পুনরায় দখল করার এক সপ্তাহ পর এ হামলাটি চালানো হলো। এখন শুধু ইরাকের নগরীগুলোর মধ্যে মসুল জিহাদি গোষ্ঠীর দখলে রয়েছে। ইরাকী ও মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় দুই দিনে আইএস-এর কয়েকশ যানবাহন ধ্বংস হয়েছে। এ হামলায় বেশ কয়েকজন আইএস যোদ্ধা নিহত হয়েছে। এএফপি, বিবিসি।
শিরোনাম
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’