শিরোনাম
শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে দ্বন্দ্ব

ছেলে অখিলেশকে ৬ বছরের জন্য নিষিদ্ধ করলেন মুলায়েম সিং

ছেলে অখিলেশকে ৬ বছরের জন্য নিষিদ্ধ করলেন মুলায়েম সিং

মুলায়েম সিং - অখিলেশ যাদব

ভারতের সমাজবাদী পার্টির প্রধান মুলায়েম সিং যাদব তার ছেলে ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে দল থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করেছেন। সেই সঙ্গে দলটির সাধারণ সম্পাদক রামগোপাল যাদবকেও একই সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আসন্ন অ্যাসেম্বলি নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে দ্বন্দ্বের প্রেক্ষাপটে গতকাল নিষিদ্ধের এ ঘটনা ঘটলো। এর মধ্য দিয়ে দলটির মধ্যে বিভাজন সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। অ্যাসেম্বলি নির্বাচন সামনে রেখে গত বুধবার মুলায়েম সিং ৩২৫ প্রার্থীর নাম চূড়ান্ত করে একটি তালিকা দিয়েছিল। এর একদিন পর অখিলেশ যাদব নিজের পছন্দের ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করে দুইশ’র বেশি লোকের আরেকটি তালিকা দেন। এ নিয়েই বাবা-ছেলের মধ্যে দ্বন্দ্বের সূচনা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য অখিলেশ ও রামগোপালকে  প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছিলেন দলের নেতা মুলায়েম। নোটিস পেয়ে ক্ষিপ্ত হয়ে রামগোপাল যাদব ১ জানুয়ারি দলের জরুরি সভা ডেকেছিলেন। এতে আরও রেগে গিয়ে শেষমেশ গতকাল রামগোপাল ও ছেলে অখিলেশকে দল থেকে  নিষিদ্ধই  করলেন মুলায়েম সিং। দ্য হিন্দু অনলাইন ।

সর্বশেষ খবর