বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মার্কিন নীতিতে পরিবর্তনের আভাস ট্রাম্প প্রশাসনের

কাশ্মীর ইস্যু

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনও কাশ্মীর ইস্যুকে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সমস্যা বলে মার্কিন নীতি বহাল রেখেছিলেন। ভারতও কাশ্মীর সমস্যাকে বরাবরই স্রেফ একটি দ্বিপক্ষীয় ব্যাপার বলে নিজেদেরে শক্ত অবস্থান বজায় রেখেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এ ইস্যুতে দীর্ঘদিনের মার্কিন নীতির পরিবর্তনের আভাস দিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি সোমবার জানিয়েছেন, কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে তার প্রশাসন চেষ্টা করবে। দেশ দুটিকে কীভাবে ফের আলোচনার টেবিলে ফেরানো যায় এ বিষয়ে শিগগিরই উভয়পক্ষের সঙ্গে কথা বলতে যাচ্ছে তার দেশ। ট্রাম্প এ ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারেন বলেও আভাস দিয়েছেন তিনি। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাষ্ট্রদূত হ্যালি। এদিকে, কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান মধ্যকার কোনো ধরনের আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার সুযোগ নেই বলে জানিয়েছে ভারত। দেশ দুটির দ্বিপক্ষীয় ইস্যুতে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে এ কথা জানায়। টিএনএন।

সর্বশেষ খবর