ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে আভাস দিয়েছেন কোনো চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসতে পারে ব্রিটেন। এ জন্য তিনি ব্যবসায়ী, ভ্রমণকারীসহ ব্রিটিশ নাগরিকদের সতর্কও করেছেন। ২০১৯ সালের মার্চে ইইউ থেকে বেরিয়ে আসার কথা ব্রিটেনের। কিন্তু এখন পর্যন্ত এ নিয়ে ইইউ’র সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের ব্রেক্সিট নিয়ে কোনো চুক্তির প্রত্যাশা দেশে ও বিদেশে ফিকে হয়ে যাচ্ছে। ঠিক এমন সময়ে প্রথমবারের মধ্যে তেরেসা মে স্বীকার করলেন, ব্রেক্সিট চূড়ান্ত করার দিনে বিভিন্ন ক্ষেত্রে অরাজকতা সৃষ্টি হতে পারে। এটাতে নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে হবে। এ জন্য বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন তিনি। তার মধ্যে বন্দরগুলোতে ট্রাফিক সমস্যা কাটিয়ে উঠতে অতিরিক্ত কাস্টমস চেক পোস্ট বসানো। গত বছরের জুনে গণভোটে ব্রিটিশরা ব্রেক্সিটের পক্ষে রায় দেয়। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে পার্লামেন্ট ব্রেক্সিট অনুমোদন করে। ফলে তেরেসা মে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনতে দুবছর সময় পান। বিবিসি।