Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:২০

সিডনির সংগীত উৎসবে মাদকে দুজনের মৃত্যু

সিডনির সংগীত উৎসবে মাদকে দুজনের মৃত্যু

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি সংগীত উৎসবে যোগ দিয়েছিলেন হাজারো মানুষ। কিন্তু সেই উৎসেব যোগ দিয়ে অনেকে মাদক নেন। আর সম্ভাব্য অতিরিক্ত মাদক নেওয়ার কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডেফকন ডট ওয়ান ফেস্টিভ্যালে ২৩ বছর বয়সী এক পুরুষ ও ২১ বছর বয়সী এক নারী অচেতন হয়ে পড়ার পর তাদের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি ১৩ জনের মধ্যে দুই জনের অবস্থা সংকটজনক এবং প্রায় ৭০০ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উৎসবের আয়োজক কিউ-ড্যান্স অস্ট্রেলিয়া হল্যান্ডের অনুষ্ঠান সংগঠক কিউ-ড্যান্সের একটি অংশ। ২০০৯ সাল থেকে তারা অস্ট্রেলিয়ায় এ উৎসবের আয়োজন করে আসছে।


আপনার মন্তব্য