রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর নিপীড়ন-নির্যাতনকে ‘অমার্জনীয়’ অ্যাখ্যা দিয়ে এর জন্য মিয়ানমার সেনাবাহিনীর কড়া সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সিঙ্গাপুরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এক সম্মেলনের সাইডলাইনে গতকাল মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে আলোচনায় পেন্স এ সমালোচনা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গণমাধ্যমের সামনে উন্মুক্ত আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, গত বছরের ওই বর্বরতার জন্য দায়ীদের ‘জবাবদিহির’ আওতায় আনা হয়েছে এমনটা শুনতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তিনি। সু চির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের আগে পেন্স আরও বলেন, ‘সামরিক বাহিনী ও দুষ্কৃতকারীদের সৃষ্ট সহিংসতা ও নিপীড়ন, যা ৭ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে চলে যেতে বাধ্য করেছে তার কোনো মার্জনা নেই। সহিংসতা, যা লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত, প্রাণহানিসহ অবর্ণনীয় ক্ষতি ডেকে এনেছে, তার জন্য যারা দায়ী তাদের বিচারে কী অগ্রগতি হয়েছে যুক্তরাষ্ট্র তা জানতে আগ্রহী।’ বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় পাওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গাকে স্বেচ্ছায় মিয়ানমারের রাখাইনে ফিরিয়ে নিতে কী অগ্রগতি হয়েছে তা জানতে ওয়াশিংটন অপেক্ষা করছে বলেও জানান তিনি। রোহিঙ্গাদের ওপর ‘জাতিগত নিধনযজ্ঞ’ চালানোর জন্য যুক্তরাষ্ট্র বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের সেনাবাহিনীকে আগেই দায়ী করেছিল। আগস্টে জাতিসংঘের একটি তদন্ত দলও মিয়ানমারের সেনাবাহিনী ‘গণহত্যার উদ্দেশ্যেই’ রাখাইনে বিস্তৃত আকারে হত্যাযজ্ঞ, ধর্ষণ ও অগ্নিসংযোগ চালিয়েছিল বলে জানায়। পেন্সের বক্তব্যের জবাবে সু চি রোহিঙ্গা সংকট নিয়ে তার আগের অবস্থানেই অটল থাকেন। নিরাপত্তা বাহিনীর ওপর রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার প্রতিক্রিয়াতেই সেনাবাহিনী বৈধ অভিযান শুরু করে বলেও ফের মন্তব্য করেন তিনি।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
রোহিঙ্গা নিপীড়ন অমার্জনীয়
সু চিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর