মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফ্রান্স থেকে তিন হাজার ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

ফ্রান্সের কাছ থেকে এক হাজার কোটি রুপিরও বেশি মূল্যের সামরিক অস্ত্র কেনার পরিকল্পনা করছে ভারতের সেনাবাহিনী। এই অর্থে কেনার কথা তিন হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র। এগুলো অ্যান্টি-ট্যাংক গাইডেড ক্ষেপণাস্ত্র। ভারতের বার্তা সংস্থা এএনআইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে জি নিউজ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে, সেনাবাহিনীর এমন প্রস্তাব নিয়ে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা করা হবে। রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রকম প্রায় ৭০ হাজার অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল (এটিজিএম) ও ৮৫০টি লঞ্চার প্রয়োজন। বর্তমানে ভারতের হাতে যে মিলান-২ টি এবং কোনকুরস এটিজিএম আছে তার চেয়ে দীর্ঘপাল্লার তৃতীয় প্রজম্মে র এটিজিএম কেনার পরিকল্পনা করছে সেনাবাহিনী।

সর্বশেষ খবর