বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সংক্ষপে

মিয়ানমারে খনি ধসে ৫৪ শ্রমিকের মৃত্যু

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি খনিতে ভূমিধসে চাপা পড়া অন্তত ৫৪ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় তারা ভূমিধসের নিচে চাপা পড়ে। পুলিশ জানিয়েছে, কাচিন রাজ্যে বড় ধরনের এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে এবং এতে একটি ‘কাদার হ্রদ’ তৈরি হয়েছে আর ৪০টি গাড়িসহ শ্রমিকদের বাসস্থান এর নিচে চাপা পড়েছে। ‘দেহগুলো বের করে আনা অত্যন্ত কঠিন’ বলে মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় জনপ্রতিনিধি টিন সোয়ে বলেছেন, আচতে পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা কম। তারা কাদার নিচে চাপা পড়েছে।

হংকংয়ের গণতন্ত্রপন্থি দুই নেতার দণ্ড

হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনের দুই নেতাকে বুধবার কারাদ- দেওয়া হয়েছে। ২০১৪ সালে গণতন্ত্রের পক্ষে বিভিন্ন সমাবেশ আয়োজনে তাদের ভূমিকা থাকায় এ সাজা দেওয়া হলো। ওই আন্দোলনে নগরীটি কয়েক মাস ধরে অচল হয়ে পড়ে। এতে বেইজিং ক্ষুব্ধ হয়। ওয়েস্ট কোউলুন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক জনি চান ৬০ বছর বয়সী সমাজবিজ্ঞানের অধ্যাপক চান কিন-মান ও ৫৪ বছর বয়সী আইনের অধ্যাপক বেনি তায়কে ১৬ মাসের কারাদন্ড দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর